ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

গাজায় ইসরায়েলি হামলা

বসুন্ধরা সিটির সামনে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, এপ্রিল ৮, ২০২৫
বসুন্ধরা সিটির সামনে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

ঢাকা: গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মোবাইল ব্যবসায়ীরা। সোমবার (০৭ এপ্রিল) তারা এ কর্মসূচি পালন করেন।

বসুন্ধরা সিটি মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষে হাফিজুর রহমান রানার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। বাংলাদেশ কোনো যুদ্ধ দেখতে চায় না।

তিনি বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সব সময় কামনা করে, বিশ্বের সব মানুষ শান্তিতে ও সুখে থাকুক। আপনারা আমরাসহ বিশ্ববাসী দেখেছে ফিলিস্তিনের নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের ওপর কীভাবে নৃশংস বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বসুন্ধরা সিটি শপিংমলের মোবাইল ব্যবসায়ীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বের মোড়লদের প্রতি আমরা ঘৃণা প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।