ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, রংপুরে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, মার্চ ২৩, ২০২৫
প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, রংপুরে কৃষক লীগ নেতা গ্রেপ্তার জামিউল ইসলাম মুকুল

রংপুর: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মানহানিকর ছবি শেয়ার এবং সরকারবিরোধী অপতৎপরতার অপরাধে রংপুরের পীরগাছা থেকে জামিউল ইসলাম মুকুল নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তারকৃত জামিউল ইসলাম মুকুল পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

পুলিশ সূত্রে জানা যায়, জামিউল ইসলাম মুকুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী পোস্ট দিতেন যা অস্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক। শনিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে উপজেলার দেউতি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি নূরে আলম বলেন, সরকারবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জামিউল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালত নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।