ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, সেপ্টেম্বর ৩, ২০২৩
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেপ্তার

মাগুরা: মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ১২ জন আসামিকে আটক করেছে  পুলিশ।

আজ (৩ সেপ্টম্বর) দিন গত রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্ডন্টভুক্ত এ সকল আসামিকে আটক করা হয়েছে।

এ সকল ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে জিরাআর পরোয়ানাভুক্ত ৪জন হলেন, সাজ্জাদ হোসেন (২৩), মো: পিকুল ( ২৭), মো: রবিউল শেখ ওরফে পচা ( ৩৮), মো: সজীবন  (২৫),

এবং সিআর পরোয়ানাভুক্ত ৮জন আসামী হলেন, মো: আইয়ুব হোসেন, মো: জনি বিশ্বাস (২৮), মো: জরিনা (৫৫), মো: মাহাবুব রহমান (২৮), মো:নজরুল ইসলাম (৫৫), রাজু, অনুপ দাস (৪১),শাওন চক্রবর্তী।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, মাগুরা সদর উপজেলা বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ১২জন আসামিকে আটক করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের  বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।