ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, ফেব্রুয়ারি ৩, ২০২৩
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী।

এর আগে শুক্রবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের কাঠারাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। সকালে আমরা তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।