ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দ. সুদানে অনাহারী আড়াই লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, জুন ১৬, ২০১৫
দ. সুদানে অনাহারী আড়াই লাখ শিশু ছবি: সংগৃহীত

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে আড়াই লাখ শিশু অনাহারে দিনাতিপাত করছে। এই শিশুগুলোসহ দেশটিতে প্রায় ৪৫ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।



২০১৩ সালের ডিসেম্বরে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিইর যখন তার সাবেক সহকারী রেইক মাশারের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ আনেন, সেসময় থেকেই দেশটিতে সংঘর্ষ শুরু হয়।

এরপর এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি দেশটির আপামর জনগণ মানবেতর জীবনযাপন করছে বলে দক্ষিণ সুদানে বহিষ্কৃত জাতিসংঘ সহায়তা সংস্থার প্রধান টবি লেনজার বলেন।

চলতি মাসের প্রথম দিকে টবি লেনজারকে দক্ষিণ সুদানে নিষিদ্ধ করে সরকার।

টবি বলেন, ছয় মাস আগে আমরা ভেবেছিলাম, এই অঞ্চলে সহিংসতা বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা ভুল ছিলাম।

তিনি  বলেন, রাজনৈতিক একগুঁয়েমি দক্ষিণ সুদান থেকে শান্তিকে দূরে ছুড়ে ফেলেছে। দেশটি অর্থনৈতিক ধসের মুখে পড়তে যাচ্ছে।

প্রতিবেদনে টবি বলেন, দেশটির দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠির মানবিক সহায়তা প্রয়োজন। গাণিতিক হিসাবে এই সংখ্যা এক কোটি ২০ লাখ।

এসময় তিনি দাতাগোষ্ঠির কাছে একশ’ ৬৩ কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।