ময়মনসিংহ শহরে অবস্থিত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস ভেঙে ফেলার কাজ শুরু হওয়ায় ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করে জানিয়েছে, বাড়িটি বাংলা সাংস্কৃতিক নবজাগরণের এক গুরুত্বপূর্ণ নিদর্শন এবং একে ভেঙে না ফেলে সংরক্ষণ করে সাহিত্য জাদুঘর হিসেবে রূপান্তরিত করা উচিত ছিল।
এই বাড়িটি ছিল প্রখ্যাত শিশুসাহিত্যিক ও প্রকাশক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর পৈতৃক নিবাস। তিনি ছিলেন খ্যাতিমান কবি সুকুমার রায়ের পিতা এবং কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের দাদা। বর্তমানে বাড়িটির মালিক বাংলাদেশ সরকার।
এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মমতা লেখেন, গণমাধ্যম থেকে জানতে পারলাম, বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত, স্মৃতিতে জড়ানো খ্যাতনামা লেখক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। খবরে বলা হয়েছে, ভাঙার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক খবর। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম প্রধান আলোকবর্তিকা।
জানা গেছে, দীর্ঘ প্রায় এক দশক ধরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং অযত্নে ভেঙে পড়ছিল। একসময় এখানে ময়মনসিংহ শিশু একাডেমি পরিচালিত হতো, তবে পরে সেটি বন্ধ হয়ে যায়। নতুন পরিকল্পনা অনুযায়ী এখানে একটি আধা-পাকা ভবন নির্মাণ করে পুনরায় শিশু একাডেমির কার্যক্রম শুরু করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমএম