ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফেসবুকে ব্যস্ত থাকায় ছেলের মৃত্যু

মায়ের ৪৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, জানুয়ারি ১৯, ২০১১
মায়ের ৪৩ বছরের কারাদণ্ড

কলোরাডো: সন্তানকে বাথটাবে রেখে ফেসবুকে ব্যস্ত থাকার সময় ১৩ মাস বয়সী শিশুটির মৃত্যুতে তার মায়ের ৪৩ বছর কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ এনে আদালত এ রায় দেন।

খবর ডেইলি মেইলের।

যুক্তরাষ্ট্রে কলোরাডো অঙ্গরাজ্যের ওই শিশুটির মা ৩৪ বছরের শ্যানন জনসনকে আদালত এ কারাদণ্ড দেন।

অভিযোগে বলা হয়, জনসন তার ১৩ মাসের শিশুকে বাথটাবে গোসল করতে দিয়ে ফেসবুকে মেতেছিলেন। একসময় তার সন্তানের কথা মনে হলেও ততক্ষণে সব শেষ । পানিতে ডুবে যায় ছোট্টসন্তানটি। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা শিশুটিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জনসন আত্মপক্ষ স্বীকার করেন।

গত বছর সেপ্টেম্বর মাসে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। গত শুক্রবার জনসনের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনের মামলায় শুনানি হয়। পুলিশের কাছে জনসন স্বীকার করেন, তিনি শিশুটিকে বাথটাবে রেখে অনলাইনে বন্ধুদের সঙ্গে আড্ডায় এবং ক্যাফে ওর্য়াল্ড খেলায় মেতে ছিলেন। তিনি বলেন, ওই দশ মিনিট কোনো শব্দই শুনতে পাননি।

জনসন তার শিশুকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে সাহায্যের জন্য পুলিশকে ফোন করে। পুলিশ জনসনের বাড়িতে পৌঁছে ল্যাপটপে ফেসবুক খোলা দেখতে পায়।

জনসন প্রায়ই শিশুটিকে বাথটাবে একা ছেড়ে দিতেন। জনসনের মাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশকে বলেন, তিনি প্রায়ই এ বিষয়ে জনসনকে সর্তক করতেন। শিশুকে একা রেখে অন্য কাজে ব্যস্ত হওয়া সম্পর্কে জনসন বলেন, এটা তার বোকামি ছিল।

ওয়েলড কাউন্টি ডিস্ট্রিক্টের অ্যাটর্নির কার্যালয়ের মুখপাত্র জেনিফার ফিঞ্চ বলেন, গত শুক্রবার শুনানিতে জনসন সাধারণ ক্ষমার আবেদন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে চলতি মাসের শেষে আরেকটি শুনানি হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।