ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

১০টি স্যাটেলাইট ফোন কিনবে আগরতলা সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, নভেম্বর ২৫, ২০১৩
১০টি স্যাটেলাইট ফোন কিনবে আগরতলা সরকার

আগরতলা (ত্রিপুরা): দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে ভারতের আগরতলা  রাজ্য সরকার ১০টি স্যাটেলাইট ফোন কিনবে। এ ব্যাপারে সিদ্ধান্তও নিয়েছে রাজ্য মন্ত্রীসভা।



এরইমধ্যে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের অনুমতি চেয়েছে রাজ্য সরকার। সরকার এ ব্যাপারে ১৬ লাখ টাকা বরাদ্দ করেছে।

স্যাটেলাইট ফোন ব্যবহার করার জন্য প্রয়োজন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের ছাড়পত্র। কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র নিয়েই রাজ্য সরকার স্যাটেলাইট ফোন ব্যবহার করতে চাইছে। দেশের মধ্যে স্যাটেলাইট ফোন ব্যবহার একদম নিষিদ্ধ।

কিন্তু ত্রিপুরা সরকার চাইছে দুর্যোগ মোকাবিলায় ব্যবহার হোক এ ধরনের বিশেষ দূরাভাষ।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১০টি স্যাটেলাইট ফোনের মধ্যে আটটি দেয়া হবে ৮ জেলাশাসকদের। আর বাকি দুটি ব্যবহার করবেন মুখ্যসচীব এবং রাজ্য পুলিসের মহানির্দেশক।

রাজ্যে সরকারের বক্তব্য, কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কমিউনিকেশন ব্যবস্থা স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে। সেক্ষেত্রে ল্যান্ডলাইন বা মোবাইল কোনোটাই কাজ করে। এ অবস্থা কাটিয়ে উঠতে স্যাটেলাইট ফোন খুব উপযোগী। আর ত্রিপুরা রয়েছে প্রচণ্ড ভূমিকম্প প্রবণ জোনে। এসব বিষয় মাথায় রেখেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে স্যাটেলাইট ফোন কেনার।

এদিকে উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ের পর সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। উত্তরখণ্ডের ঘটনার পর কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর দেশের সব রাজ্যর কাছে জানতে চায় দুর্যোগ মোকাবিলায় সেসব রাজ্যগুলো নতুন কিকি পদক্ষেপ নিচ্ছে। সেই চিঠি পাবার পরই রাজ্য সরকার স্যটেলাইট ফোন কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।