ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষে ৩ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, নভেম্বর ২৫, ২০১৩
লিবিয়ায় মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষে ৩ সৈন্য নিহত

ঢাকা: লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে মিলিশিয়াদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন। ‍আহতদের মধ্যে কয়েকজন বেসামরিক লোক ছিল বলেও জানা গেছে।



দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সকালে বেনগাজির ফাবাইহাত এলাকায় আনসার আল-শরিয়া নামক ওই মিলিশিয়া গ্রুপটির সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষস্থল থেকে আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী আল-শরিয়া গ্রুপটির সদরদপ্তরের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে আরও বড় ধরনের সংঘর্ষ বাধতে পারে।

২০১২ সালে বেনগাজির কনস্যুলেটে হামলায় প্রধান মার্কিন কূটনীতিক ক্রিস্টোফার স্টিভেন্সকে নিহত হওয়ার পেছনে আনসার আল-শরিয়া সদস্যরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হয়।

লিবিয়ার এই অঞ্চলের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিতে লৌহমানব প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফির পতনের পর বেশ হিমশিম খেতে হচ্ছে দেশটির প্রশাসনকে।

১০দিন আগে ব্যাপক সংঘর্ষের পর এই মিলিশিয়াদের রাজধানী ত্রিপোলি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী আলী জেইদান।

কিন্তু সরকারের কোনো নির্দেশেরই তোয়াক্কা করছে না মিলিশিয়া গ্রুপগুলো।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।