ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের পরমাণু চুক্তি ‘ঐতিহাসিক ভুল’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, নভেম্বর ২৪, ২০১৩
ইরানের পরমাণু চুক্তি ‘ঐতিহাসিক ভুল’

ঢাকা: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব শক্তিধর ছয় রাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তিকে ‘ঐতিহাসিক ভুল’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

চুক্তির কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, গত রাতে (শনিবার) জেনেভায় হওয়া চুক্তি ‘ঐতিহাসিক চুক্তি নয়, সেটি ঐতিহাসিক ভুল‘।



রোববার সকালে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন,  এ চুক্তি ইসরায়েলসহ অনেক দেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

ইসরায়েল চুক্তি পালনে বাধ্য নয় এমন কথা পুনরায় দৃঢ়ভাবে বলেন নেতানিয়াহু।

তিনি বলেন, ‘ইরান ইসরায়েলের ধ্বংসে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলের অধিকার ও বাধ্যবাধকতা রয়েছে যেকোনো হুমকি প্রতিহত করার। আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে পরিষ্কার করতে চাই, ইরানকে কোনোভাবেই সামরিক পরমাণ ক্ষমতাধারী হতে দেবে না ইসরায়েল।

নেতানিয়াহুর সরকার ইরানের সঙ্গে বিশ্বশক্তির চুক্তির সমালোচনা করে বলেছে, এটি ‘খারাপ চুক্তি’। এটা মানতে বাধ্য নয় ইসরায়েল।

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এমন কোনো আশঙ্কার তোয়াক্কা না করে ইসরায়েল এখনও ইরানের সামরিক ‍হামলা চালানোর হুমকি দিচ্ছে।

নেতানিয়াহুর মতো ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী চুক্তিকে ‘ঐতিহাসিক ভুল’ বলে অভিহিত করে বলেন, ইরানের যাদুমন্ত্র আর হাসির কাছে এবং ইরানের প্রতারণার কাছে এটি আত্মসমর্পণ।

পরমাণু কর্মসূচিকে বেগবান করতে সময় নেওয়ার জন্যই ইরান চুক্তি করেছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানের সঙ্গে চুক্তিকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। চুক্তিতে পৌঁছানোয় নিজের পরমাণু আলোচকদের প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।