ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মমতাবিরোধী কুণালের জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, নভেম্বর ২৪, ২০১৩
মমতাবিরোধী কুণালের জামিন নামঞ্জুর

ঢাকা: সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত কুণাল ঘোষের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

গ্রেফতারের একদিন পর রোববার জামিন চেয়ে আবেদন করেন কুণালের আইনজীবী।

কিন্তু কলকাতার বিধাননগরের আদালত তা নাকচ করে কুণালকে পাঁচ দিনের জন্য জেলহাজতে রাখার নির্দেশ দেন।

পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য কুণালকে সাতদিন জেলহাজতে রাখতে চেয়ে আবেদন করেছিল পুলিশ।

রোববার আদালতে হাজির করার পর বিচারকে কিছু বলতে চান কুণাল। কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হয়নি।

পশ্চিমবঙ্গ থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যান সারদা গোষ্ঠীর মালিক সুদীপ্ত সেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে মমতা ব্যানার্জিবিরোধী কুণালকে গ্রেফতার করে পুলিশ।

তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জির বিরুদ্ধে কথা বলায় এবং দলীয় নীতি বিরোধী কর্মকাণ্ড করার অভিযোগে সেপ্টেম্বরে কুণালকে দল থেকে বহিষ্কার করা হয়।

ব্রডকাস্ট ওয়ার্ল্ডওয়াইড নামের একটি কোম্পানির মহাব্যবস্থাপকের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সারদা গ্রুপের মিডিয়া শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা কুণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ১২০বি (ষড়যন্ত্র করা) ধারায় মামলা হয়েছে।

শনিবার গ্রেফতারের আগে বিধাননগরের পুলিশের ডিকেক্টিভ ডিপার্টমেন্টের (ডিসিডিডি) ডেপুটি কমিশনার অর্ণব ঘোষের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগ এনে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।