ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তুর্কি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল মিশর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, নভেম্বর ২৩, ২০১৩
তুর্কি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল মিশর

ঢাকা: মিশরের সরকার কায়রোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। দুই দেশের সম্পর্কেও পরিবর্তন এনেছে মিশর।



মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, তুরস্ক অব্যাহতভাবে মিশরের অভ্যন্তরীণ বিষয়ে ‘অযাচিত হস্তক্ষেপ’ করছে।

এরই মধ্যে তুরস্ক থেকে নিজ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে মিশর।

মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিশরের সঙ্গে তুরস্কের সম্পর্কে অবণতি ঘটে।

মোহাম্মদ মুরসিকে মিশরের প্রেসিডেন্ট পদ থেকে সরানো সমালোচনা করেছে তুরস্ক।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।