ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

হাওড়ায় জ্যোতি বসুর মূর্তি ভাঙলো দুষ্কৃতিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, নভেম্বর ২০, ২০১৩
হাওড়ায় জ্যোতি বসুর মূর্তি ভাঙলো দুষ্কৃতিরা

কলকাতা: মৃত্যুর পরেও দুষ্কৃতিদের হাত থেকে রক্ষা পেলেন না পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।

মঙ্গলবার গভীর রাতে হাওড়ার ১ নম্বর ওয়ার্ডের জে এন মুখার্জি রোডে সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মূর্তি ভেঙে তাতে কালো রং মাখিয়ে চলে যায় অজ্ঞাত দুষ্কৃতিরা।



শুধু সাবেক মুখ্যমন্ত্রীর মূর্তি নয়, তার পাশে থাকা সুরকার, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের মূর্তিটিও ভেঙে দেয় দুষ্কৃতিরা। আগুন ধরিয়ে দেয় শঙ্কর লাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে।

আগামী কয়েক দিন বাদেই হাওড়ায় পৌরসভা নির্বাচন। তার ঠিক আগে এ ঘটনা গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সকালে উঠে এলাকার মানুষ এ ঘটনা দেখতে পান। তার পরেই তারা রাস্তা অবরোধ করেন।

অপরদিকে, এ ঘটনা ঘিরে সিপিএম ও তৃণমূল কংগ্রেস একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এই জঘন্য ঘটনার নিন্দা করেছে সমস্ত রাজনৈতিক দল।

বাংলাদেশ সময়: ২১৩৪  ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩  
ভিএস/এসএস/এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।