ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ছেলের ছুরিকাঘাতে যুক্তরাষ্ট্রের সিনেটর আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, নভেম্বর ২০, ২০১৩
ছেলের ছুরিকাঘাতে যুক্তরাষ্ট্রের সিনেটর আহত

ঢাকা: ছেলের ছুরিকাঘাতে আহত হলেন যুক্তরাষ্ট্রের এক সিনেটর। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর ক্রেইগ ডিডসের মাথা ও বুকে ছুরি দিয়ে আঘাত করেন তার ২৪ বছর বয়সী ছেলে।

অবশ্য এ ঘটনার পর সে নিজে গুলি করে আত্মহত্যা করে।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সকালে ডিডসের নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভার্জিনিয়া পুলিশের মুখপাত্র করিন গেলার বলেন, আমরা এ হত্যাচেষ্টা ও আত্মহত্যার কারণ খুঁজে দেখছি।

তিনি আরও বলেন, ওই ঘটনার সময় ডিডস ও তার ছেলে গেলার ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। তাই পুলিশ কাউকে সন্দেহ করছে না।
 
পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত হওয়ার পর ডিডস বাড়ি থেকে হেঁটে রাস্তা পর্যন্ত আসতে পেরেছিলেন।

এখন শঙ্কামুক্ত অবস্থায় হাসপালে আছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।