ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, নভেম্বর ১৯, ২০১৩
ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে হালমাহেরা দ্বীপের তবেলো শহরে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিসি) বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে মঙ্গলবারের এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতা।

বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে তবেলো শহরের ১১০ কিলোমিটার দূরে মালুকু দ্বীপপুঞ্জের  ৬৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।

তবেলোর এক হোটেল মালিক জানিয়েছেন, কয়েক সেকেন্ডের জন্য মাটি কেঁপে উঠলে অতিথিরা সবাই বাইরে বেরিয়ে আসেন। তবে আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, এটা (ভূমিকম্প) শক্তিশালী ছিল। তবে সেটা কয়েক সেকেন্ডের জন্য। এরপর সব স্বাভাবিক হয়ে যায়।

দেশটির আচে প্রদেশের সুমাত্রা দ্বীপে গত জুলাইয়ে ৬.১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৫ জনের মৃত্যু ঘটে, সহস্রাধিক মানুষ গৃহহীন হন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।