ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সহিংসতায় নিহত ২, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, নভেম্বর ১৯, ২০১৩
পাকিস্তানে সহিংসতায় নিহত ২, আহত ৫

ঢাকা: পাকিস্তানে সহিংসতায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দুটি পৃথক ঘটনায় এ ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে জানা গেছে।



পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাটে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে গুজরাট বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের এক পরিচালকসহ তার গাড়িচালক নিহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক সৈয়দ শাবির হুসাইন শাহ মঙ্গলবার সকালে গাড়িতে করে জালালপুর রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। এ সময় বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে তার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এ ঘটনায় হুসাইন শাহ ও তার গাড়িচালক খাদিম হুসাইন ঘটনাস্থলেই নিহত হন।

হুসাইন শাহর এক সহকর্মী জানিয়েছেন, এর আগে অজ্ঞাত পরিচয়কারীরা হুসাইন শাহকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন।

এদিকে, পাকিস্তানের বেলুচিস্তানের গদর জেলার জান্নাত বাজারে একটি বিপণিবিতানে গ্রেনেড হামলায় দুই নারী ও এক শিশুসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কোনো দলই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। তবে, বৃহৎ পরিসরে স্বায়ত্বশাসন ও প্রাকৃতিক সম্পদের একটি বড় অংশ পাওয়ার লক্ষ্যে তুলনামূলক কম সহিংস জঙ্গিগোষ্ঠী প্রদেশটিতে এ ধরনের হামলা চালাচ্ছে। এ প্রদেশে এর আগে কয়েকটি জাতিগত সংঘাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।