ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

প্রথম দশ মাসে চীনে বিদেশি বিনিয়োগ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, নভেম্বর ১৯, ২০১৩
প্রথম দশ মাসে চীনে বিদেশি বিনিয়োগ বেড়েছে

ঢাকা: চলতি বছরের প্রথম দশ মাসে (জানুয়ারি-অক্টোবর) চীনে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ। মঙ্গলবার দেশটির সরকার থেকে এ তথ্য জানানো হয়।



এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, আর্থিক খাত বাদে প্রথম দশ মাসে চীনে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে নয় হাজার ৭০০ কোটি ডলার।

মন্ত্রণালয় থেকে বলা হয়, শুধুমাত্র অক্টোবরেই এ বিনিয়োগের পরিমান বৃদ্ধি পেয়েছে ১.২৪ শতাংশ। আর্থিক হিসেবে এ পরিমাণ ৪৪২ কোটি ডলার।

এ বিষয়ে শেন দানইয়াং নামে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চীনে বিদেশি বিনিয়োগের এ পরিমাণ বৃদ্ধির পেছনে এশিয়ার ১০টি দেশ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখযোগ্য।

গত বছরের একই সময়ের তুলনায় এই সময়ে (জানুয়ারি-অক্টোবর) চীনে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ২২.৩ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বৃদ্ধি পেয়েছে ১২.৪ শতাংশ।

এশিয়ার যেসব দেশ থেকে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেগুলোর মধ্যে হংকং, তাইওয়ান, জাপান, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর উল্লেখযোগ্য। দেশগুলো থেকে এ সময়ে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৭.১৮ শতাংশ।

গত বছরের একই সময়ে চীনের বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২০ শতাংশ। আর্থিক দিক থেকে যা ছিল ছয় হাজার ৯৫০ কোটি ডলার।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
জেডএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।