ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সৌন্দর্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৩, নভেম্বর ১৯, ২০১৩
আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সৌন্দর্য

ঢাকা: আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত। নাম শুনলেই কেমন যেন অজানা ভয় গ্রাস করে ফেলে।

মনে হয় সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কিন্তু এরও যে একটা সৌন্দর্য আছে। তা নাখলে হয়তে কেউই বিশ্বাসই করবে না।

এটি ইউরোপের সক্রিয় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের অপরূপ দৃশ্য। এর লাভায় উত্তোলন দেখে কেউ মনে করবে হয়তো কোন শিল্পী নিজ হাতে এটি একে দিয়েছেন। অথবা দূর থেকে দেখলে মনে হতে পারে কেউ হয়ত পাহাড়ের চূড়ায় আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই আগুনের লেলিহিন শিখা চারদিকে ছড়িযে পড়ছে।

কিন্তু গত শনিবারের এই বিরল দৃশ্যটি কোন ফটোশপ কিংবা পরিকল্পিত আলোকসজ্জা নয়। এটি প্রকৃতিরই এক নিদারুণ খেলা।

মাউন্ট ইটনা নামে এই আগ্নেয়গিরিটি সিসিলি দ্বীপে অবস্থিত। তবে এসময় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। কাউকে আশপাশ এলাকা ত্যাগ কিংবা কারো বাড়ির ভেতরে লাভা প্রবেশ করেনি। এর আগে ১৯৯২ সালে এরকম আরেকটি বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
কেএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।