ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাছের পাতায় মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, নভেম্বর ১৮, ২০১৩
গাছের পাতায় মানুষ!

ঢাকা: ঘুট ঘুটে অন্ধারে জানালা দিয়ে বাড়ির পাশের বাগান দেখছিলেন জুন ব্রাডি। হঠাৎ তিনি চমকে গেলেন।

হঠাৎ করে দেহবিহীন একটি মানুষের মুখ দেখতে পেয়েছেন তিনি। সেই মানুষটির মুখখানা এক ডাইনির।

ভূতুড়ে বাগানে এমনটি দেখে চমকে উঠার কথাই। নিজেকে এই বিচিত্র ঘটনার সাক্ষীর দাবিদার প্রমাণ করার জন্য মুখখানার ছবিও তুলেন যুক্তরাজ্যের উইল্টশায়ারের বাসিন্দা ব্রাডি।

তার তোলা ছবিটি ১৯৮০ ও ৯০-এর দশকে যুক্তরাজ্যে টেলিভিশন অনুষ্ঠানের যাদুকরী চরিত্র গ্রোটব্যাগসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।   ক্যারোল লি স্কট অভিনীতি সবুজ মুখী চরিত্রটি শিশুদের কাছে খুবই জনপ্রিয় ছিল।

৬৫ বছর বসয়ী ব্রাডি সবুজ মুখ আর লম্বা বাকা নাক দেখে মনে করেছিলেন ভয়ানক কেউ লুকিয়ে আছে বাগানে।

এক সন্তানের মা ব্রাডি বলেন, ‘আমি বাগানে তাকালাম। এক ডাইনির মুখ দেখে আমার ভয়ে বুক কাঁপতে লাগল। অন্ধকার রাতের ওই দৃশ্য আরও ভূতুড়ে ছিল।

গাছের পাতাটির রংয়ের পরিবর্তনে সেটি মানুষের মুখের আকৃতি ধারণ করে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।