ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতীয় অনুষ্ঠান দেখানোয় পাক টিভিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, নভেম্বর ১৮, ২০১৩
ভারতীয় অনুষ্ঠান দেখানোয় পাক টিভিকে জরিমানা

ঢাকা: অতিরিক্ত পরিমাণ ভারতীয় অনুষ্ঠান প্রচার করায় পাকিস্তানের ১০টি টেলিভিশন চ্যানেলকে এক কোটি রুপি জরিমানা করেছে দেশটির গণমাধ্যম পর্যবেক্ষণ কর্তৃপক্ষ। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভিনদেশী সংস্কৃতি চর্চা থেকে বিরত থাকার ব্যাপারেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের।



সোমবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, অনুমতির চেয়ে অনেক বেশি পরিমাণ ভারতীয় অনুষ্ঠান দেখানোয় এই শাস্তি প্রদান করেছে পাকিস্তানি ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পিইএমআরএ)। এছাড়া, ভবিষ্যতে এ ধরনের স্বদেশী সংস্কৃতি বিনাশকারী কোনো অনুষ্ঠান প্রচার করার ব্যাপারে নির্দিষ্ট সীমার ব্যাপারে সতর্ক থাকারও হুঁশিয়ারি দিয়েছে।

এই চ্যানেলগুলো অনেক বেশি ভারতীয় অনুষ্ঠান প্রচার করছিল মর্মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অভিযোগ করার পর এই পদক্ষেপ নিলো পিইএমআরএ।

উল্লেখ্য, পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোতে সর্বোচ্চ ১০ শতাংশ ভারতীয় অনুষ্ঠান বা ভারতীয় সংস্কৃতি সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার করার অনুমতি রয়েছে। অনুমতির সীমালঙ্ঘন করলেই এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে পিইএমআরএ।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
এইচএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।