ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার রাজধানীতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, নভেম্বর ১৭, ২০১৩
লিবিয়ার রাজধানীতে জরুরি অবস্থা জারি

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শনিবার নতুন করে সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ত্রিপোলিতে শনিবারের সংঘর্ষে কমপক্ষে একজন নিহত ও অনেকেই আহত হন।

এর আগে শুক্রবার বন্দুকধারীদের গুলিতে ৪৩ জন নিহত হন।

শনিবার রাজধানীর ১৪ কিলোমিটার পূর্বে তাজুরা এলাকায় সরকারসমর্থিত স্থানীয় সশস্ত্র দলের সঙ্গে পার্শ্ববর্তী মিসতারা এলাকার একটি দলের ব্যাপক সংঘর্ষ হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার তাজুরা এলাকার বিক্ষোভকারীরা রাজধানী ত্রিপোলিতে মিসতারা বিদ্রোহীদের প্রধান কার্যালয়ের সামনে তাদের রাজধানী ত্যাগ করার দাবি জানিয়ে মিছিল বের করলে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
এর আগে, শুক্রবার তাজুরা বিদ্রোহীদের বিক্ষোভ মিসতারা বিদ্রোহীদের প্রধান কার্যালয়ের সামনে যাওয়ার পথে ঘারগুর এলাকায় পৌঁছলে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতে ৪৩ জন নিহত ও ৫০০ জন আহত হয়। ত্রিপোলি থেকে সশস্ত্র মিলিশিয়া বাহিনীকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জাইদান।

এর আগে, প্রধানমন্ত্রী জেইদান স্থানীয় তাজুরা গ্রুপের বিক্ষোভকে শান্তিপূর্ণ বলে দাবি করলেও মিসতারা গ্রুপের প্রধান তাহের বাশা আঘা সংবাদ মাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা সশস্ত্র ছিল এবং ঘারগুর এলাকায় পৌঁছলেই সংঘর্ষ শুরু হয়।

২০১১ সালের ‍আরব বসন্তের ঝড়ো হাওয়ায় ‘লৌহমানব’ মোয়াম্মার গাদ্দাফির পতনের পর মধ্যপ্রাচ্যের একসময়ের প্রভাবশালী রাষ্ট্রটির আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। তখন থেকেই সশস্ত্র মিলিশিয়া বাহিনীর তৎপরতা বাড়তে থাকে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।