ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ট্রাক উল্টে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, নভেম্বর ১৬, ২০১৩
ভারতে ট্রাক উল্টে নিহত ২১

ঢাকা: ভারতের কর্ণাটকে একটি পণ্যবাহী ট্রাক উল্টে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ খবর জানা গেছে।



বাংলাদেশ সময় শনিবার ভোর ছয়টার দিকে কর্ণাটক রাজ্যের মহারাষ্ট্রের সীমান্তের কাছে বেলগম শহরের ৪০ কিলোমিটার দূরে সৌদাত্তিতে এ দুর্ঘটনা ঘটে।
 
আনুমানিক ৫০ জন আদিবাসী শ্রমিক আখের খেতে কাজ করতে ওই ট্রাকটিতে করে কর্ণাটক থেকে মহারাষ্ট্র যাচ্ছিলেন।

পুলিশ পরিদর্শক এসডি গুদনাভার জানিয়েছেন, ট্রাকটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়।
 
অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে।

আহতদের বেলগামের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
কেএইচকিউ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।