ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বাংলাদেশের চিতা বাঘ ত্রিপুরার সীমান্ত এলাকায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, নভেম্বর ১৫, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশ থেকে চিতা বাঘ এসে ঢুকলো ত্রিপুরার সীমান্তে। আর এ চিতা বাঘ নিয়ে সারাদিন চাঞ্চল্যে কেটেছে খোয়াইয়ের চেরমা এলাকাবাসীর।

ঘটনার পর বনকর্মীরা যান সেখানে। কিন্তু ধরা যায় নি চিতা বাঘটিকে। বাঘটি ছিল গাছের মগ ডালেই।

খোয়াই জেলার সিঙ্গিছড়া গ্রাম। গ্রামেরই একটি এলাকা চেরমা। একেবারে সীমান্ত ঘেঁষা।

শুক্রবার বেলা ১১টার দিকে একটি চিতা বাঘ বাংলাদেশ থেকে চলে আসে সীমান্তের এদিকে। কিন্তু বাঘটি আটকে যায় সীমান্তের কাঁটা তারের বেড়ায়। বাঘের গর্জন শুনে ছুটে আসেন এলাকার মানুষজন।

কিন্তু ততক্ষণে চিতা গিয়ে উঠেছে গাছের মগডালে। বাঘ আসার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো এলকায়। সবাই সীমান্তের কাঁটাতারের বেড়ার ধারে দাঁড়িয়ে থাকে বাঘ দেখার আশায়। গ্রামের মানুষজন জানিয়েছেন সীমান্তের ওপারে বাংলাদেশের এলাকাটিকে বলে রেমা চা বাগান। তবে বাঘটি কাউকে কোনো ক্ষতি করে নি।

এলাকার মানুষ খবর দেন বন দপ্তরের কর্মীদের। তারাও এসে চেষ্টা করেন বাঘটিকে ধরতে। কিন্তু পারেন নি। সন্ধ্যা পর্যন্ত বাঘটি ছিল গাছের ওপরে পাতার আড়ালে।

বাঘ ধরা পড়ুক আর না পড়ুক বাঘ নিয়ে কিন্তু মানুষের উৎসাহের কমতি ছিল না। সবাই চায় একবার বাঘ দেখতে। এদিকে সীমান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা মানুষকে সামলাতে হিমশিম খেতে হয়েছে বিএসএফকে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৩
এএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।