ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী ক্যামেরন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, নভেম্বর ১৪, ২০১৩

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বৃহস্পতিবার ভারতীয় শিল্পপতিদের সঙ্গে এক আলোচনাসভায় তিনি জান‍ান, যোগাযোগ চলছে।

নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলতে চান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, মোদী ও তার সরকারের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পদক্ষেপ নেবে ব্রিটিশ সরকার।

ভবিষ্যতে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সব রাজনীতিকের সঙ্গে কথা বলার মানসিকতা নিয়েই চলে ব্রিটেন। সময় হলে দেখা করতে পারলে ভালো লাগবে। কাকে নেতা নির্বাচিত করবেন সেটা দেশের জনগণই ঠিক করবেন। কিন্তু নির্বাচিত নেতাদের সবার সঙ্গেই আলোচনায় আগ্রহী ব্রিটেন।

এদিকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার ব্যাপারে কথা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

বাংলাদেশ সময়:  ১৬৩৮ ঘণ্টা,১৪ নভেম্বর , ২০১৩  
ভিএস/এমবি/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।