ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কাগজের দোকানে বেকার ভাতা ফরম

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, নভেম্বর ৬, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার বিলোনিয়ার কাগজের দোকানে পাওয়া গেল কংগ্রেসের পূরণ করা রাজ্যের বেকার ভাতা ফরম।

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার বস্তাবন্দী অবস্থায় খোঁজ মিলল বিলোনিয়ার প্রায় ৮ হাজার বেকার ফরমের।

ওইদিনই ফরমগুলো হেফাজতে নিয়ে নেয় পুলিশ।

ফরমের গায়ে বিভিন্নজনের ছবি লাগানো দেখে কাগজ বিক্রেতা লাল মিয়াঁর সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ফরমগুলো বাজেয়াপ্ত করে।

এদিকে পুরোনো কাগজের দোকানে বেকার ভাতা ফরম উদ্ধার হওয়ার ঘটনায় রাজ্যের রাজনীতিতে আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে। বাম নেতারা কংগ্রেসের দিকে আঙ্গুল তুলছেন।

এবার বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের পক্ষ থেকে বেকার ভাতা দেওয়ার নামে ফরম বিতরণ করা হয়। বলা হয়, রাজ্যে এবার কংগ্রেস ক্ষমতায় এলে বেকারদের ভাতা দেওয়া হবে। বাম নেতারা তখনই এর তীব্র প্রতিবাদ করেছিলেন।

কংগ্রেসের বিভিন্ন নেতা নির্বাচনী প্রচারে এসেও বেকার ভাতা তিয়ে প্রচারণা চালান। বামদল সিপিএম নেতারা সে সময় দাবি করেন, কংগ্রেস বেকারদের ভাওতা দিচ্ছে। তারা কোনদিনই বেকার ভাতা দেবে না।  

নির্বাচনের আট মাস পর কাগজের দোকান থেকে বেকার ভাতা ফরম উদ্ধার হওয়ায় পুরোনো বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বাম নেতারা বলছেন, কংগ্রেসের বেকার ভাতার ঘোষণা যে ভাওতা তা আগেই আমরা বলেছিলাম। আজ তা প্রমাণিত হল।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।