ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে, ফুড সেন্টার বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, জুলাই ২৮, ২০২৫
গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে, ফুড সেন্টার বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে এবং যুক্তরাষ্ট্র সেখানে খাবার সরবরাহের জন্য ‘ওয়াক-ইন ফুড সেন্টার’ স্থাপন করবে।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা জানিয়েছেন।

স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা চাই শিশুদের খাবার দিতে। গাজার অবস্থা ভয়াবহ। আমাদের অবশ্যই মানবিক দিক বিবেচনায় সহায়তা করতে হবে।

তিনি বলেন, ফুড সেন্টারগুলো এমনভাবে বসানো হবে, যেখানে কোনো ধরনের বাউন্ডারি বা সীমাবদ্ধতা থাকবে না। এখনকার বাস্তবতা ভয়াবহ, মানুষ খাদ্য দেখে কিন্তু পায় না, কারণ সেগুলো বেড়ায় আটকানো।

হামাস প্রসঙ্গে ট্রাম্প বলেন, তাদের সঙ্গে চুক্তি করা কঠিন, কারণ তারা জিম্মিদের ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে। যখন তারা জিম্মি ছেড়ে দেয়, তখন তাদের আর ঢাল থাকে না।

তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন বলেও জানান।

ট্রাম্প বলেন, কিছু ক্ষেত্রে আমরা জানি কোথায় জিম্মিরা রয়েছে।  

তবে জিম্মিদের উদ্ধারে কী পদ্ধতি নেওয়া হবে, তা নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও কৌশলের মধ্যে তুলনা করেন তিনি।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।