ইসরায়েলি বাহিনী সোমবার গাজা জুড়ে অন্তত ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে ৪১ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। যদিও মানবিক সহায়তা পৌঁছাতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ছিল।
মঙ্গলবার ভোর থেকে এ পর্যন্ত গাজায় আরও অন্তত ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন ত্রাণ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন বলে আল জাজিরাকে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্রগুলো।
গাজার মধ্যাঞ্চলের নেতজারিম করিডোরের কাছে ত্রাণের জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
এর আগে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ জন আহত হওয়ার খবর জানানো হয়েছিল।
এদিকে ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেতসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস নতুন রিপোর্ট প্রকাশ করে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৫৯ হাজার ৯২১ জন এবং আহত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৩৩ জন।
আরএইচ