ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় আরও ৯২ জনের প্রাণ গেল, নিহত ৬০ হাজার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, জুলাই ২৯, ২০২৫
গাজায় আরও ৯২ জনের প্রাণ গেল, নিহত ৬০ হাজার ছুঁইছুঁই গাজা সিটিতে খাবারের অপেক্ষায় ফিলিস্তিনিরা

ইসরায়েলি বাহিনী সোমবার গাজা জুড়ে অন্তত ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে ৪১ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। যদিও মানবিক সহায়তা পৌঁছাতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ছিল।

মঙ্গলবার ভোর থেকে এ পর্যন্ত গাজায় আরও অন্তত ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন ত্রাণ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন বলে আল জাজিরাকে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্রগুলো।

গাজার মধ্যাঞ্চলের নেতজারিম করিডোরের কাছে ত্রাণের জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

এর আগে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ জন আহত হওয়ার খবর জানানো হয়েছিল।

এদিকে ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেতসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস নতুন রিপোর্ট প্রকাশ করে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৫৯ হাজার ৯২১ জন এবং আহত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৩৩ জন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।