ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ব্যাংককের এক ফুড মার্কেটে গুলিবর্ষণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, জুলাই ২৮, ২০২৫
ব্যাংককের এক ফুড মার্কেটে গুলিবর্ষণে নিহত ৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি খাবারের বাজারে (ফুড মার্কেট) গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিখ্যাত অর টর কোর মার্কেটে এই হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন।

তাজা ফলমূল ও সামুদ্রিক খাদ্যের জন্য জনপ্রিয় অর টর কোর মার্কেট ব্যাংককের অন্যতম পরিচিত স্থান।

এশিয়ার অন্যান্য দেশের তুলনায় থাইল্যান্ডে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র মালিকানার হার তুলনামূলকভাবে বেশি হলেও সেখানে গুলি চালিয়ে হত্যার ঘটনা খুব একটা দেখা যায় না।  

তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

২০২৩ সালে ব্যাংককের একটি বিলাসবহুল শপিং মলে এক ১৪ বছর বয়সী কিশোরের গুলিতে দুইজন নিহত ও পাঁচজন আহত হন।

এর আগে ২০২২ সালের অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশে একটি শিশু সেবাকেন্দ্রে এক সাবেক পুলিশ কর্মকর্তা গুলি ও ছুরি নিয়ে হামলা চালিয়ে অন্তত ৩৭ জনকে হত্যা করেন, যাদের বেশিরভাগই শিশু ছিল।

২০২০ সালে নাখোন রাচাসিমা শহরে এক সেনা সদস্যের গুলিতে ২৯ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।