ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ভারত

রাতভর ফেসবুকে চ্যাট, ভালোবাসার স্বামী-সন্তান ফেলে উধাও!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, জানুয়ারি ২০, ২০২২
রাতভর ফেসবুকে চ্যাট, ভালোবাসার স্বামী-সন্তান ফেলে উধাও!

সারারাত ফেসবুকে চ্যাট করে সকালে স্বামী-সন্তান ফেলে উধাও হয়ে গেছেন এক গৃহবধূ। তাকে খুঁজে না পেয়ে থানায় ডায়েরি করা হয়েছে।

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলির। সেখানে কবিতা সিং নামে এক গৃহবধূ গত ১২ জানুয়ারি সকালে বাজার করার নামে বাড়ি থেকে বের হন। তারপর আর ফেরেননি। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ফেসবুকের মাধ্যমে কারো সঙ্গে প্রেমের সম্পর্ক হয়ে ওই নারীর। তার সঙ্গেই তিনি চলে গেছেন।  

জানা গেছে, ১৫ বছর আগে কোন্নগড় চটকল এলাকার কবিতাকে ভালোবেসে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাদের ১৩ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।  

ধর্মেন্দ্র জানিয়েছেন, দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে তার কোনো অশান্তি হয়নি। তবে কবিতা বেশ কিছুদিন ধরে কারও সঙ্গে রাতভর ফেসবুকে চ্যাট করত।

ঘটনার পর থেকেই ওই গৃহবধূর মোবাইল বন্ধ। এ কারণে তার অবস্থান জানা যাচ্ছে না। সূত্র: সংবাদ প্রতিদিন ও আজতাক।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।