ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

অক্ষয়-সুনীল-পরেশকে নিয়েই হচ্ছে ‘হেরা ফেরি থ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, মে ২৫, ২০১৮
অক্ষয়-সুনীল-পরেশকে নিয়েই হচ্ছে ‘হেরা ফেরি থ্রি’ সুনিল শেঠি, পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার

‘হেরা ফেরি’ ভক্তদের জন্য সুখবর, আরও একবার তারা একসঙ্গে দেখতে পাবেন সুনীল শেঠি,অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের সেই অসাধারণ অভিনয়।

২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’। এর ছয় বছর পর মুক্তি পায় ছবিটির দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’।

এবার নির্মিত হতে যাচ্ছে এই সিরিজের তৃতীয় কিস্তি ‘হেরা ফেরি থ্রি’।

আগের দুটির মতো এবারের কিস্তিতেও দেখা যাবে অক্ষয়, সুনীল ও পরেশকে। সম্প্রতি টুইটারে বলিউডের জনপ্রিয় এই তিন তারকার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ইন্দ্র কুমার।

মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে,  ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে ‘হেরা ফেরি থ্রি’ ছবির শুটিং শেষ হবে। আগামী বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ২৫, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।