জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এই অভিনেত্রীর ন্যাচারাল সৌন্দর্য নিয়ে নতুন কিছু বলার নেই।
এবার সুইমিংপুলে তোলা কিছু ছবি পোস্ট করেছেন। যা রীতিমতো পছন্দ করছেন তার অনুসারীরা। ছবির ক্যাপশনে ভাবনা লেখেন, আকাশের ভারী মেঘ যেমন হালকা হয় একটু বৃষ্টি হলে, তেমনি ভারাক্রান্ত মনও হালকা হয় অল্পকিছু অশ্রু ঝরালে।
এখন পর্যন্ত ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে প্রায় সাত হাজার। অনেক ভক্তই তার লুকের প্রশংসা করেছেন। ছবিতে নানা ভঙ্গিতে ভাবনাকে দেখা যাচ্ছে সুইমিংপুলে। তবে ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী।
আশনা হাবিব ভাবনা অভিনয় জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য নাটক। ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা।
সম্প্রতি ভাবনা কাজ করেছেন ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায়। যেখানে পর্দায় একজন যাত্রাপালার নায়িকার চরিত্রে রূপদান করেছেন তিনি। আসিফ ইসলাম পরিচালিত সিনেমাটিতে চরিত্রের মানানসই লুক দিতে ৯ কেজি ওজন বাড়িয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে সিনেমাটির পোস্টপ্রোডাকশনের কাজ চলছে। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ভাবনা অভিনীত ‘যাপিত জীবন’ ও ‘দামপাড়া’ সিনেমাগুলো।
এনএটি