দেশের তুমুল জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে দীর্ঘদিন ধরেই কাজের খবরে নেই তিনি।
সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেন তিশা। এর ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘দুশ্চিন্তা কম, হাসি বেশি। ’
তিশার পোস্ট করা এসব স্থিরচিত্র বেশ সাড়া ফেলেছে। অনেকে মন্তব্য করে প্রশংসা করেছেন এই অভিনয়শিল্পী। তিশার এসব স্থিরচিত্র আট হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, মন্তব্য করা হয়েছে শতাধিক।
ভালোবাসার ইমোজি দিয়ে মস্তব্যের ঘরে কেউ লেখেন, ‘অপূর্ব সুন্দরী’। কেউ আবার লেখেন, ‘মিষ্টতায় পরিপূর্ণ’। একজন লিখেছেন, ‘হাসিতে মুক্তা ঝরে। ’
দুই দশকের বেশি সময় ধরে পেশাদার অভিনয়ের সঙ্গে যুক্ত তিশা। সর্বশেষ তাকে দেখা গেছে বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করতে। এবারের ‘আনন্দমেলা’য় তিশার উপস্থাপনা দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।
এনএটি