ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

দুশ্চিন্তা কমিয়ে হাস্যোজ্জ্বল তিশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, জুলাই ১৩, ২০২৫
দুশ্চিন্তা কমিয়ে হাস্যোজ্জ্বল তিশা! নুসরাত ইমরোজ তিশা

দেশের তুমুল জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে দীর্ঘদিন ধরেই কাজের খবরে নেই তিনি।

তবে সামাজিকমাধ্যমে বেশ সরব তিনি।

সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেন তিশা। এর ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘দুশ্চিন্তা কম, হাসি বেশি। ’

তিশার পোস্ট করা এসব স্থিরচিত্র বেশ সাড়া ফেলেছে। অনেকে মন্তব্য করে প্রশংসা করেছেন এই অভিনয়শিল্পী। তিশার এসব স্থিরচিত্র আট হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, মন্তব্য করা হয়েছে শতাধিক।

ভালোবাসার ইমোজি দিয়ে মস্তব্যের ঘরে কেউ লেখেন, ‘অপূর্ব সুন্দরী’। কেউ আবার লেখেন, ‘মিষ্টতায় পরিপূর্ণ’। একজন লিখেছেন, ‘হাসিতে মুক্তা ঝরে। ’

দুই দশকের বেশি সময় ধরে পেশাদার অভিনয়ের সঙ্গে যুক্ত তিশা। সর্বশেষ তাকে দেখা গেছে বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করতে। এবারের ‘আনন্দমেলা’য় তিশার উপস্থাপনা দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।