ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

পূর্বঘোষণা ছাড়াই অ্যালবাম নিয়ে হাজির জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, জুলাই ১২, ২০২৫
পূর্বঘোষণা ছাড়াই অ্যালবাম নিয়ে হাজির জাস্টিন বিবার জাস্টিন বিবার

জনপ্রিয় কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। বিশ্বজুড়ে যার রয়েছে অগণিত ভক্ত।

গেল কয়েক বছরে তার ভক্তরা প্রিয় গায়কের অসুস্থতা, কনসার্ট স্থগিত করা আর স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না- এসব খবর পেয়েছে। এবার হঠাৎ করেই চমকে দিলেন এই গায়ক।

কোনো পূর্বঘোষণা ছাড়াই নতুন অ্যালবাম নিয়ে হাজির জাস্টিন। এর শিরোনাম ‘সোয়্যাগ’। অবাক করার বিষয়ে এখানে রয়েছে ২০টি গান।  

জানা গেছে, ‘সোয়্যাগ’-এ ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান রয়েছে, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রামের গল্প।  

অ্যালবামটিতে বিবারের সঙ্গে কাজ করেছেন সেক্সি রেড, ক্যাশ কোবেইন ও গানার মতো র‍্যাপাররা। অ্যালবামের দৈর্ঘ্য প্রায় এক ঘণ্টা।

চার বছর পর নতুন অ্যালবাম প্রকাশে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই গায়ককে শুভকামনা জানিয়েছেন। ব্যক্তিগত জটিলতা কাটিয়ে গানে ফেরার জন্য অভিনন্দন জানিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোয় পাপারাজ্জিদের হস্তক্ষেপ নিয়ে সামাজিকমাধ্যমে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন বিবার। বাবা দিবসে আলোকচিত্রীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আমি এখন বাবা, একজন স্বামী; এটা আপনারা বুঝতে পারছেন না। ’ সে ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। বিষয়টি উঠে এসেছে অ্যালবামের ‘বাটারফ্লাইজ’ গানে।

এদিকে ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে বিবারকে দেখা গেছে স্ত্রী হেইলি বিবার ও তাদের সন্তানকে নিয়ে হাজির হতে। গানের সঙ্গে পারিবারিক চিত্রও আলোচনায় এসেছে। মনে করা হচ্ছে, ছবিটি প্রকাশ করে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন থামালেন এই গায়ক।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।