আবারও ঢাকার দর্শকদের গানের সুরে মাতাতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’। সামাজিকমাধ্যমের এক পোস্টে এমনটি জানিয়েছেন ব্যান্ডটির অন্যতম সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ।
শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুকে দুটি স্টোরি শেয়ার করে গওহর। প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি চিত্রের ওপর লেখা ছিল, ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’
এরপরের স্টোরিতে দেখা যায়, বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি এনিমেটেড ছবি। যেখানে গিটার বাজিয়ে পারফর্ম করার চিত্রও রয়েছে। এই পোস্টেই উল্লেখ করা হয়, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শিগগিরই। ’
এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডদল ‘জাল’। যদিও এই অনুষ্ঠানের আয়োজক কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শিগগিরই কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।
সবশেষ ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে অংশ নেয় ‘জাল’। এর আগে ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ‘জাল’।
এনএটি