ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

অস্ত্রোপচারের পর নতুন রোগে আক্রান্ত দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, জুলাই ১৩, ২০২৫
অস্ত্রোপচারের পর নতুন রোগে আক্রান্ত দীপিকা!

চলতি বছরের মে মাসে ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্করের দ্বিতীয় ধাপের লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম সেই খবর শেয়ার করেছিলেন।

টানা ১১ দিন মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপিকা। এই সময়ে পাশে ছিলেন স্বামী শোয়েব। এরপর অভিনেত্রীর জটিল অস্ত্রোপচার হয়। ১৪ ঘণ্টার অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরে যান দীপিকা।

সম্প্রতি শোয়েব জানান, আজ থেকে দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। এখন সে একটু সুস্থ রয়েছে। সারাদিন রুহানের সঙ্গে বাইরে কাটিয়েছে তাই একটু ক্লান্ত রয়েছে আজ।

তারপরের দিন আরও এক ভিডিও পোস্ট করে শোয়েব বলেন, আজ দীপিকার টার্গেটেড থেরাপির দ্বিতীয় দিন। দীপিকার মুখে একটা ক্ষত দেখা দিয়েছে হঠাৎই। যদিও চিকিৎসক আমাদের এই বিষয়ে সতর্ক করেছিলেন। এই সমস্যা থেকে দূরে থাকতে প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। আমরা তা যথাসম্ভব মেনে চলার চেষ্টা করব।

হাসপাতাল থেকে ফেরার পর দীপিকার জীবনের চেনা ছন্দে ফেরার চেষ্টার কথা জানিয়েছেন দীপিকার স্বামী। দীপিকা শারীরিক অবস্থা নিয়ে শোয়েব বলেন, দীপিকার শরীরে ওই টিউমারটির অবস্থান খুব আশঙ্কাজনক ছিল। বায়োপসি রিপোর্টেও সঙ্কটজনক শারীরিক পরিস্থিতির আশঙ্কা করা হয়েছিল। এই ধরনের টিউমার শরীরে বারবার ফিরে আসার আশঙ্কা থাকে। তবে অস্ত্রোপচারের পর এই মুহুর্তে দীপিকার শরীরে কোনও ক্যানসারের কোষ নেই। তবে দীপিকার দীর্ঘ চিকিৎসা চলবে।

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।