ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

আবার দু’জনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৩, মার্চ ৩০, ২০১৭
আবার দু’জনে মিলন ও মম, ছবি: সংগৃহীত

বোকাবাক্স ছাড়িয়ে বড়পর্দায়ও জুটিপ্রথা ধরে রাখছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম। তিন নম্বর ছবিতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। সম্প্রতি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিলন ও মম।

প্রথমে ‘প্রেম করবো তোমার সাথে’, এরপর ‘স্বপ্নবাড়ি’ ছবির কাজ করেন তারা। পরিচালক হিসেবে ছিলেন রাকিবুল আলম রাকিব ও তানিম রহমান অংশু।

দ্বিতীয় ছবিটি এখন মুক্তির পথে। তৃতীয় ছবি ‘অালতাবানু’তে তারা পরিচালক হিসেবে পাচ্ছেন অরুণ চৌধুরীকে।  

জানা যায়, সবকিছু ঠিক থাকলে এই এপ্রিলে শুটিং শুরু হবে ‘আলতাবানু’র। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে এটি তৈরি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।