‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়েছে। যেখানে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পেয়েছেন রাজীব মণি দাস।
যিনি একাধারে গীতিকার, উপন্যাসিক ও নাট্যকার হিসেবে সুপরিচিত। রাজীব মণি দাস-এর হাতে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎও সৈয়দ মার্গুব মোর্শেদ।
রাজীব মণি দাস বলেন, মাদার তেরেসা ছিলেন মানবতার এক মূর্ত প্রতীক, উজ্জ্বল নক্ষত্র। সমাজ পরিবর্তনে যার অবদান অনস্বীকার্য। মাদার তেরেসার কর্ম-জীবনী আমাদের সকলের জন্য অনুপ্রেরণা যোগ্য।
পুরস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, পুরস্কার যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ। আজকের এই পুরস্কার আমি সেই মহান মহিয়সী নারী মাদার তেরেসাকে উৎসর্গ করলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদসহ শোবিজের অনেকেই।
এনএটি