ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

৩৮ বছরে জনপ্রিয় অভিনেত্রীর অকাল প্রয়াণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, আগস্ট ৩১, ২০২৫
৩৮  বছরে জনপ্রিয় অভিনেত্রীর অকাল প্রয়াণ

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে মারা গেছেন। মাত্র ৩৮ বছর বয়সে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেত্রীর পরিবার জানায় রোববার (৩১ আগস্ট) ভোর রাতে মুম্বাইয়ের মীরা রোডে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

প্রিয়ার মৃত্যুর সংবাদে মারাঠি ও হিন্দি টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিকমাধ্যমে একের পর এক শোকবার্তা জানাচ্ছেন।  

হিন্দুস্তান টাইমসের খবরে থেকে জানা যায়, প্রিয়ার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে জি মারাঠিতে প্রচারিত সিরিয়ালের মাধ্যমে। মারাঠি ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করলেও খুব দ্রুতই তিনি হিন্দি টেলিভিশনেও শক্ত অবস্থান তৈরি করেন। জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা;র বর্ষার চরিত্রে অভিনয় করে তিনি সবার কাছে পরিচিত হন।

এছাড়াও ‘কসম সে’তে বিদ্যা বালি, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’- এ জ্যোতি মালহোত্রা, ‘সাথ নিভানা সাথিয়া’তে ভবানী রাঠোর চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি কৌতুকাভিনেত্রী হিসেবেও কমেডি সার্কাস-এ অংশগ্রহণ করে দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি।

অন্যদিকে, প্রিয়ার সঙ্গে অভিনেতা শান্তনু মোগের বিয়ে হয়। শান্তনু মোগে ঐতিহাসিক ধারাবাহিক ‘স্বরাজ্যরক্ষক সাম্ভাজি’তে ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।