প্রায় ছয় বছর পর পর্দায় ফিরছেন অমৃতা রাও। এই অভিনেত্রীকে দেখা যাবে আসন্ন ‘জলি এলএলবি ৩’ সিনেমায়।
সিনেমাটির টিজার মুক্তির পর থেকেই অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ার্সির এ সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। টিজারে অমৃতা রাওয়ের চরিত্রের এক ঝলক দেখানো হয়েছে এবং ভক্তরা তার প্রত্যাবর্তনের জন্য উচ্ছ্বসিত।
একজন লেখেন, ‘আমি আনন্দিত। ’ আরেকজন ভক্ত লেখেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজিতে নারী প্রধান চরিত্রদের ধরে রাখা দেখে খুব খুশি। এটা খুব কমই ঘটে। ’ আরেকজন আরও লেখেন, ‘মানুষ সহজেই নায়িকার কথা ভুলে যায়, এখানে তার ফিরে আসা দেখে খুশি। ’
সুভাষ কাপুর পরিচালিত ‘জলি এলএলবি ৩’ সিনেমাটিতে আরশাদ ওয়ার্সি জগদীশ ত্যাগী ওরফে জলি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন সংগ্রামী আইনজীবী। তিনি একটি হাই-প্রোফাইল হিট-এন্ড-রান মামলার নেতৃত্ব দেন। অমৃতাকে দেখা যাবে জলির সহায়ক বান্ধবী সন্ধ্যার চরিত্রে।
‘জলি এলএলবি ৩’ নির্মিত হয়েছে স্টার স্টুডিও ১৮-এর প্রযোজনায়। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি, আন্নু কাপুর, তেজ সাপ্রু, শরৎ সাক্সেনা এবং গজরাজ রাও প্রমুখরা অভিনয় করেছেন।
এনএটি