ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

বিপ্লবের ‘এক ঐক্যের বাংলাদেশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, আগস্ট ৩১, ২০২৫
বিপ্লবের ‘এক ঐক্যের বাংলাদেশ’ বিপ্লব

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ডের তালিকায় রয়েছে ‘প্রমিথিউস’। ‘স্বর্ণালি ভোরে’ কিংবা ‘চাঁন্দের বাতির কসম দিয়া ভালোবাসিলি’ গানগুলো দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছিলেন ব্যান্ডটির দল-প্রধান ও ভোকাল বিপ্লব।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে নতুন গান নিয়ে হাজির হন এই ব্যান্ড তারকা। শহীদদের স্মৃতিতে তিনি প্রকাশ করেন ‘ও প্রিয় বাংলাদেশ’ শিরোনামের গান। যার কথা, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।

গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে বেশ কিছু গান প্রকাশ করবেন বলে আগেই জানিয়েছিলেন এই গায়ক। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘এক ঐক্যের বাংলাদেশ’। এর কথা লিখেছেন তরুণ সিং, সুর-সংগীত করেছেন জনি।

এক ঐক্যের বাংলাদেশ-এর কথায় উঠে এসেছে বিভাজনমুক্ত স্বপ্নের বাংলাদেশ। গানের কথাগুলো এমন ‘লাল-সবুজের পতাকা যেন, রক্তে না ভিজে বারবার/সোনার বাংলা এই দেশটা তো, তোমার আমার সবার/হউক নতুন বাংলাদেশ, গড় নতুন বাংলাদেশ। ’

গান প্রকাশ উপলক্ষে বিপ্লব বলেন, ‘এক ঐক্যের বাংলাদেশ- দল, মত, গোষ্ঠী, ধর্ম, জাত, গোত্র, দ্বিধা-দ্বন্দ্ব, বৈষম্য-বিভাজন নির্বিশেষে আমাদের সবার বাংলাদেশ। উপমহাদেশ থেকে বেরিয়ে আমরা যুক্ত হচ্ছি বিশ্বমঞ্চে, আর আমাদের প্রথম ও প্রধান পরিচয়- আমরা বাংলাদেশি। ’

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।