ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

কেবিন ক্রু স্বামী, তবুও বিয়ের পাঁচ বছরে ফ্রি টিকিট পাননি টয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, আগস্ট ৩১, ২০২৫
কেবিন ক্রু স্বামী, তবুও বিয়ের পাঁচ বছরে ফ্রি টিকিট পাননি টয়া!

ছোট পর্দার তারকা দম্পতি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। অভিনয় করতে গিয়েই একে অপরের সঙ্গে পরিচয়।

সেখান থেকে বন্ধুত্ব, প্রেম ও বিয়ের পিঁড়িতে বসা। দুজনেই অভিনয়ে ব্যস্ত থাকলেও শাওনের আলাদা একটি পরিচয় রয়েছে তিনি বিমানের কেবিন ক্রু।

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি এই জুটি বিয়ে করেন। অর্থাৎ দাম্পত্য জীবনের প্রায় পাঁচ বছর পার করে ফেলেছেন তারা। তবে শাওনের পেশাগত কারণে মাসের প্রায় ২০ দিন দেশের বাইরে থাকতে হয়। বিয়ের আগেই এই বিষয়টি নিয়ে দুজনের দীর্ঘ আলোচনা হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের নানা প্রসঙ্গ উঠে আসে। সেখানেই মজা করে টয়া বলেন, আমি কিন্তু বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি।

শাওন স্মৃতিচারণ করে বলেন, আমাদের ছয় মাসের সম্পর্কের মধ্যে টয়া জেনে নিয়েছিল আমি কোন কোন দেশে যাই, কতদিন থাকি, ফ্রি টিকিট পাই কি না কিংবা বছরে কতটা পাই। এমনকি ডিসকাউন্ট টিকিটের কথাও জানত। একদিন জানতে চাইলো- এই টিকিটে কারা যেতে পারে।

পরের ঘটনা বর্ণনা করে শাওন বলেন, আমি বললাম, মা, বাবা, সন্তান আর স্ত্রী যেতে পারে। ‘স্ত্রী’ শব্দটা বলার সঙ্গে সঙ্গেই ওর চোখ বড় হয়ে গেল। তখনই বুঝেছিলাম, বিয়ের জন্য টয়ার ‘হ্যাঁ’ পাওয়া আর সময়ের ব্যাপার।

তবে ফ্রি টিকিটের জন্য শাওনকে বিয়ে করেননি টয়া। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি। আসলে আমি ঘুরতে খুব ভালোবাসি। ভেবেছিলাম, স্বামী যদি মাসের অর্ধেক সময় বিমানে কাটায়, তাহলে আমাকেও নিয়ে ঘুরতে পারবে। এতে আমাদের জীবনটা আরও সহজ হয়ে যাবে। সে যেখানে যাবে, আমিও তার সঙ্গে যেতে পারব।  

এরপর টয়া যোগ করেন, কিন্তু বিয়ের পাঁচ বছর কেটে গেলেও এখনো কোনো ফ্রি টিকিট পাইনি।

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।