ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

অংকুশ নেমে গেলেও, পারেননি ফারিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, জুলাই ৯, ২০১৫
অংকুশ নেমে গেলেও, পারেননি ফারিয়া ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে নুসরাত ফারিয়া ও অঙ্কুশ

ঘটনাটা ৫ জুলাইয়ের। চলন্ত গাড়ি।

অংকুশ ও নুসরাত ফারিয়া আছেন গাড়িতে। অংকুশ ড্রাইভিং সিটে, ফারিয়া পাশে। শট চলছে। দু’জনকেই চলন্ত গাড়ি থেকে লাফ দিতে হবে। অংকুশ সময়মতো লাফিয়ে নেমে গেলেন। কিন্তু আটকে গেলেন ফারিয়া। ওদিকে চলন্ত গাড়ি ছুটছে। তারপর?

না, খারাপ কিছু ঘটেনি শেষমেষ। তবে আরেকটু হলেই ফারিয়া ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারতেন। কীভাবে রক্ষা হলো তার? ফারিয়া জানাচ্ছেন, চালকহীন চলন্ত গাড়ি ছুটতে থাকলে একপর্যায়ে অনেক চেষ্টা করে তিনি নিজেই চালকের স্থানে বসে গাড়িটিকে নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি ঘটেছে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে চলছিলো ‘প্রেমী ও প্রেমী’র কাজ। আব্দুল আজিজ ও অশোক পাতি পরিচালিত এ ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করছেন ওপারের অংকুশের সঙ্গে। এ ছাড়াও আছেন চিত্রনায়িকা মৌসুমী।



বাংলাদেশ সময় : ১৭১০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।