ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

জয়ার সিনেমা দেখে কাঁদছেন মায়েরা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, জুলাই ২৭, ২০২৫
জয়ার সিনেমা দেখে কাঁদছেন মায়েরা!

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। হায়দ্রাবাদ, মুম্বাইসহ বেশ কয়েকটি রাজ্যে এর প্রদর্শনী চলছে।

সিনেমার প্রচারণায় ওপার বাংলায় অবস্থান করছেন বাংলাদেশের এই অভিনেত্রী। অভিনেত্রীও ছুটছেন সিনেমা হলগুলোতে।

‘ডিয়ার মা’ মুক্তির পর দর্শকদের অনুভূতি নিয়ে জয়া আহসান বলেন, অনেক বয়স্ক মায়েরা আসছেন, অবাক করার মতো! মা-বাবারা সন্তানদের নিয়েও আসছেন। ‘ডিয়ার মা’ দেখে হলে হলে কাঁদছেন মায়েরা। কোনো কোনো মায়েরা দীর্ঘদিন পর হলে আসছেন সিনেমাটি দেখতে।

তিনি জানান, অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে। বেশকিছু হলে হাউজফুল যাচ্ছে। এমনকি টিকিট না পেয়েও ফিরে যাওয়ার ঘটনা ঘটছে। শনিবার কলকাতার নন্দনে সিনেমার শোতে উপস্থিত ছিলেন তিনি। আজও সেখানে থাকবেন। আর এখন পর্যন্ত কলকাতার চার-পাঁচটি হলে গিয়েছেন জয়া।

‘ডিয়ার মা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার কথায়, অনেক খুশি আমি। দর্শকরা দারুণভাবে সিনেমাটি গ্রহণ করেছেন।

এদিকে, এবার মাকে নিয়ে কলকাতায় গেছেন জয়া। তাকে নিয়েই সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়েছেন। জয়ার কথায়, মা সিনেমাটি দেখে ইমোশনাল হয়ে পড়েছিলেন। দর্শকদের ভালোবাসা দেখেও তিনি খুশি।

জয়া বলেন, এটা মা ও সন্তানের গল্প। দত্তক নেওয়ার বিষয়টিও আছে। এই সিনেমার গল্পে মা ও সন্তানের গল্প চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। সেইসঙ্গে এতে আছে প্রেম, ভালোবাসা এবং মা ও সন্তানের সম্পর্কের গল্প।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।