চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। চার বছর আগে প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে সংসারজীবনের ইতি টানেন তিনি।
আপাতত কাজ নিয়েই তার ধ্যান-জ্ঞান। এই মুহূর্তে ইচ্ছে নেই ঘর বাঁধার। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথাই জানান তমা। নায়িকার কথায়, সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করব- এমন মানুষ এখনো পাইনি।
তবে চলার পথে বন্ধু আসে আবার চলেও যায়- উল্লেখ করে তমা মির্জা বলেন, জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পারিনি- এটাও নিছক মিথ্যা হবে। প্রেম বারবার আসতে পারে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন।
তিনি আরও বলেন, জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করব।
এদিকে দেশীয় শোবিজে তমা মির্জা ও নির্মাতা রায়হান রাফীর সম্পর্কের কথা ওপেন সিক্রেট! তাহলে কী সেই সম্পর্কে ছন্দ পতন হয়েছে? এ বিষয়ে তমার উত্তর এমন- আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ, তা একান্তই ব্যক্তিগত। তবে এটা ঠিক, তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না। তাই বলছি, আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়- উল্লেখ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী বলেন, প্রেম, বন্ধুত্ব, বিয়ে- যেটাই বলা হোক বা না হোক, একসঙ্গে আড্ডা, দেখা বা কথাবার্তা- এসবকে আমি ছন্দপতন মনে করি না। সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। আমি আমার মতো করে আছি, আমরা আমাদের মতো করে এগোচ্ছি- এটাই সবচেয়ে ভালো। একই জায়গায় কাজ করি বলে দেখা হতেই পারে, কথাও হতে পারে, আড্ডাও হতে পারে।
বলে রাখা ভালো, রায়হান রাফীর নির্দেশনায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তমা মির্জা। আপাতত তার নির্মাণে পর্দায় দেখা যাওয়ার সম্ভবনা নেই এই চিত্রতারকার। তবে তার দাবি, রাফী একজন ভালো নির্মাতা।
সবশেষ ঈদুল আজহায় মুক্তি প্রাপ্ত শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমাতে দেখা গেছে তমা মির্জাকে। তবে একাধিক সিনেমার বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকদের সঙ্গে আলাপ হয়েছে। কোন সিনেমার কাজ আগে শুরু করবেন এখনো চূড়ান্ত হয়নি। তবে দারুণ কিছুই হবে বলেই আশা তমার।
এনএটি