ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

শুটিংয়ের ভিডিও প্রকাশের নৈতিকতা নিয়ে প্রশ্ন নিলয়ের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, অক্টোবর ১৬, ২০২৫
শুটিংয়ের ভিডিও প্রকাশের নৈতিকতা নিয়ে প্রশ্ন নিলয়ের

শুটিং সেটের ভিডিও প্রকাশের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

এই অভিনেতার কথায়, পারশ্রমিক নেওয়ার পরেও যারা নাটকের বিহাইন্ড দ্য সিন (বিটিএস) ভিডিও প্রকাশ করে ডলার কামানোর চেষ্টা করেন, বিষয়টা কতটুকু নৈতিক?

তিনি আরও উল্লেখ করেন, নাটক তৈরির পেছনে যে সকল পেশাদাররা কাজ করেন- প্রযোজক, পরিচালক, সহকারী পরিচালক, সিনেমাটোগ্রাফার, স্ক্রিপ্ট রাইটার, মেকআপ আর্টিস্টসহ সবার পারিশ্রমিক দেওয়া হয়, এরপরও শুটিং চলাকালীন কিছু ব্যক্তি নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে, যা তাদের ব্যক্তিগত আয়ের উৎস হয়ে দাঁড়ায়।

নিলয় আলমগীর বলেন, নাটকের প্রযোজক বা চ‍্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক বানায়। ইউটিউব, ফেসবুক, টিভি, ব্র্যান্ডিং থেকে সেই টাকা উঠানোর চেষ্টা করে। সেই নাটকের অভিনয়শিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল পেশার মানুষকে তার পারশ্রমিক দিয়ে দেওয়া হয়।

তিনি লেখেন, ইউনিটের কেউ কেউ সিক্রেট চ‍্যানেল ওপেন করেছে সেই বিটিএস দিয়ে। খোঁজ নিলে দেখা যাবে তারা সহকারী পরিচালক অথবা ডিওপির সহকারী। তারা নিজেরা শুটিং সেট থেকে বিটিএস সংগ্রহ করতে না পারলে আর্টিস্টদের আইডি বা পেইজ থেকে বিটিএস সংগ্রহ করে তাদের গোপন চ‍্যানেলে দিচ্ছে।

এসব ক্ষেত্রে ক্ষতি প্রযোজকের উল্লেখ করে নিলয় বলেন, যে যেটাই করছে তাতে ক্ষতি হচ্ছে প্রযোজকের। এখন কোনো প্রযোজক যদি আইনী পদক্ষেপ নেয় তাহলে বিপদে পরবে কারা?

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।