সাদা পরী, জল পরী, হোজ্জা সাহেব এবং জিনি এই চার চরিত্র নিয়ে শুরু হতে যাচ্ছে ‘ইচ্ছে পূরণ’। অনষ্ঠানটি দেখানো হবে এটিএন বাংলায়।
তিনি বলেন, বলতে গেলে কোনো চ্যানেলেই শিশুদের উপযোগী অনুষ্ঠান নেই। আমি সে জায়গাটি ধরে কাজ করতে চাই। কোমলমতী বাচ্চাদের নিয়ে কাজ করার মজাই আলাদা। ওরা কি চায় কিভাবে চায় আমরা সেগুলো খুঁজে বের করছি, সেভাবে অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। অর্থাৎ পরিপূর্ণ শিশুতোষ ম্যাগাজিন।
অনুষ্ঠান ব্রেকডাউন সম্পর্কে জাফরী জানান, প্রতিটি পর্ব আলাদা সেগমেন্টে সাজানো হচ্ছে। ধাপগুলোতে উপস্থাপকের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলেই অংশগ্রহণকারী শিশুরা করতে পারেন ‘ইচ্ছে পূরণ’।
চতুর্থ থেকে নবম শ্রেণিতে পড়ুয়া শিশুরা হবেন অনুষ্ঠানে মূলত প্রতিযোগী। আধ ঘণ্টার ব্যাপ্তির ‘ইচ্ছে পূরণ’ দেখানো হবে বছরজুড়ে। এতে মোট ৫০টি পর্ব দেখানো হবে।
অনুষ্ঠান উপস্থাপনা করবেন ২০২৪ সালে রিয়েলটি শো বিআরবি সেরাদের সেরা সিজন-৩ চ্যাম্পিয়ন সুরাইয়া আখতার সাইফা। এটি আগস্ট থেকে প্রতি মঙ্গলবার বিকাল সাড় ৫টায় প্রচারিত হবে।
এনএটি