ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

মঞ্চে খুলে গেল জেনিফার লোপেজের স্কার্ট, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, জুলাই ২৯, ২০২৫
মঞ্চে খুলে গেল জেনিফার লোপেজের স্কার্ট, ভাইরাল ভিডিও

মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। গেল ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে শহরে এ গায়িকার লাইভ কনসার্ট ছিল।

সেখানে পোশাক বিড়ম্বনায় পড়েন এই শিল্পী। সেই মুহূর্তটি নিমেষেই ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

কনসার্টে গায়িকা প্রথমে একটি সোনালি রঙের শর্ট স্কার্ট পরে আসেন। তবে হঠাৎই মঞ্চে থাকাকালীন ঢিলে হয়ে যায় এবং তা খুলে নীচে পড়ে যায়। দেখা যায় যে এতে বেশ নার্ভাস হয়ে পড়েন জেনিফার লোপেজ। তবে মুহূর্তেই ব্যাপারটা সামলে নেন জেনিফার লোপেজ।

তিনি মজা করে বলে ওঠেন, ‘আমি নীচে অন্তর্বাস পরে আছি’। বলেই হাসতে থাকেন তিনি। সঙ্গে সেই সোনালি রঙের অন্তর্বাস পরে পোজও দিতে থাকেন। এমনকী, দেখা যায় উৎসাহে ফেটে পড়েন দর্শকরা।

জেনিফারের এই ভিডিও সামাজিকমাধ্যমে খুব ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে, পরে তার দলের এক সদস্য তাকে সেই স্কার্টটি তুলে পরিয়ে দিচ্ছে।  

যে ব্যক্তি স্কার্টটি পরিয়ে দেন, তাকে উদ্দেশ্যে করে জেনিফার লোপেজ বলেন, আপনি এটা রাখতে পারেন। আমি এটা ফেরত চাই না।

এরপর জেনিফার লোপেজ বলেন, আপনাদের সঙ্গে সত্যি কথা বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। জানি না আপনার কেমন হয়। কখনো কখনো এটি আমার ভালো লাগে। অন্য দিনে আমি খানিকটা রোমান্টিক অনুভব করি। সম্ভবত গ্রীষ্মকালে বাইরে গরম থাকার কারণে আমি আজ একটু বেশি দুষ্টু বোধ করি।

বলে রাখা যায়, গেল ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। এদিন বিশ্বখ্যাত এই তারকা জীবনের ৫৬তম বসন্তে পা রেখেছেন। যদিও তাকে দেখে তা বোঝার উপায় নেই। এমনকী এই বয়সেও এনার্জিও দেখার মতো।

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।