ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

তবলা বাজানো শিখবেন মোশাররফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, জুলাই ৯, ২০১৫
তবলা বাজানো শিখবেন মোশাররফ মোশাররফ করিম

মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র- তিন মাধ্যমেই সফল পদচারণা তার। কবিতা, গান আর নাটক লেখায়ও পারদর্শী তিনি।

তবে নিজেকে তারকা মনে করতে চান না মোশাররফ করিম। তার মতে, ‘অনেক কিছুই শেখা হয়নি। আমি অনেক কিছুই জানি না। সময়-সুযোগ হলে তবলা বাজানো শিখতে চাই। ’

মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ এ কথা বলেন মোশাররফ। এখানে নিজের ব্যক্তিজীবন নিয়ে অনেক কথা বলেছেন তিনি। গল্প করতে গিয়ে মা, ভাই, স্ত্রীর কথা শুনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিজের লেখা গানও শোনান জনপ্রিয় এই অভিনেতা।  

‘স্টার নাইট’ উপস্থাপনা করেছেন নাবিলা। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। গ্রন্থনায় রুম্মান রশীদ খান, প্রযোজনায় অজয় পোদ্দার।



বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।