ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

চার শিল্পীর ‘ঊনিশের গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, জুলাই ৮, ২০১৫
চার শিল্পীর ‘ঊনিশের গল্প’

ফাহমিদা নবী, এস আই টুটুল, বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী গানের মানুষ। বিভিন্ন সময়ে তারা দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

একসঙ্গে জড়ো হয়ে ‘ঊনিশের গল্প’ নামের একটি অনুষ্ঠানে সেই গল্পই বললেন তারা।

উপস্থাপকের দায়িত্বে ছিলেন টুটুল। ১৫ জুলাই এটিএন বাংলা পদার্পণ করছে ১৯ বছরে। এ উপলক্ষে তৈরি হয়েছে এটি। এতে শিল্পীরা আড্ডা দেওয়ার পাশাপাশি অংশ নিয়েছেন কুইজে, গেয়েছেন দ্বৈত ও একক গান।

জানা গেছে, দ্বৈত গানগুলোর মধ্যে ফাহমিদা ও বাপ্পা ‘ইচ্ছেরই বাতাসে’, টুটুল ও মুন্নী ‘এক কাপ চা’, ফাহমিদা ও টুটুলে ‘যায় কি ছেড়া বুকের পাজর’ এবং বাপ্পা ও মুন্নী একসঙ্গে গেয়েছেন ‘চন্দ্র থাকে ওই আকাশের কোন দূরে’। একক কণ্ঠে ফাহমিদা ‘আমার কিছু প্রশ্ন’, বাপ্পা ‘কোন তরী বাও’, টুটুল ‘অনু পরমাণু’ আর মুন্নী গেয়েছেন ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লার্না রহমান। ‘ঊনিশের গল্প’ প্রচার হবে আগামী ১৫ জুলাই রাত ৮টায়।     

বাংলাদেশ সময় : ১৫২৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।