ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

পরিচালনায় কঙ্কনা সেন শর্মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, মার্চ ৩, ২০১৫
পরিচালনায় কঙ্কনা সেন শর্মা কঙ্কনা সেন শর্মা

ক্যামেরার সামনে দাঁড়িয়ে পরিচালকের মুখে ‘অ্যাকশন’ শব্দ শুনে অভিনয় নয়, এবার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে নিজেই ‘অ্যাকশন’ বলবেন কঙ্কনা সেন শর্মা। এবারই প্রথম পরিচালনা করতে যাচ্ছেন ৩৫ বয়সী এই অভিনেত্রী।

এর চিত্রনাট্যও লিখেছেন তিনি।  


পরিচালনা প্রসঙ্গে কঙ্কনা বলেন, ‘এবার ক্যামেরার সামনে নয়, দাঁড়াতে চাই ক্যামেরার পেছনে। এখন আমার ছবির জন্য অভিনয়শিল্পী চূড়ান্ত করছি। ’


ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। আর কঙ্কনা এতে অভিনয়ও করবেন কি-না তা নিশ্চিত করে জানাননি।  


বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।